Preaload Image
Back

অনলাইন রি-ইউনিয়ন রেজিস্ট্রেশন এর ধাপসমূহ

ধাপ ১
‘Reunion’ মেনুর সাবমেনু ‘Register Now Sub-Menu’ তে ক্লিক করুন অথবা ‘Upcoming Reunions’ থেকে ‘Reunion 2023’ পেজের নিচে ‘Register Now’ তে ক্লিক করুন ।

ধাপ ২
‘Alumni’ মেম্বার হলে ‘Username/Email & Password’ দিয়ে লগইন করুন । মেম্বার না হলে ‘Proceed to reunion registration as non-member’ এ ক্লিক করুন।

ধাপ ৩
‘Reunion’ ফর্মটির সকল তথ্য যথাযথ ভাবে পূরণ করুন। এরপর ‘Preview’ তে ক্লিক করে সকল তথ্য যাচাই করুন।

ধাপ ৪
সকল তথ্য সঠিক থাকলে ‘Payment’ বাটনে ক্লিক করুন। সংশোধন করতে চাইলে ‘Back To Edit’ এ ক্লিক করুন।

ধাপ ৫
‘Payment’ এ ক্লিক করার মাধ্যমে আপনি ‘shurjoPay’ পেমেন্ট গেটওয়ে তে প্রবেশ করবেন । সেখানে থেকে আপনি আপনার বিকাশ, রকেট অথবা যে কোনো ধরনের ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে আপনি আপনার লেনদেন সম্পন্ন করুন যা বুয়েট অ্যালামনাই অরগানাইজেশন এর ব্যাঙ্ক খাতে জমা হবে।

ধাপ ৬ 
লেনদেন সফল হলে আপনাকে একটি ইমেইল করা হবে এবং আপনার ‘ Reunion’ রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।