লগইন এবং মেম্বারশিপ অ্যাপ্লিকেশন এর ধাপসমূহ:
ধাপ ১:
আপনার যদি ইতিমধ্যে এই সিস্টেমে একাউন্ট থেকে থাকে তাহলে ইউজারনেম এবং পাসোয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করতে পারবেন
ধাপ ২:
আপনি এখনও অ্যালামনাই মেম্বার না হয়ে থাকেন তাহলে ‘Membership’ মেনুর সাব-মেনু ‘Apply For Membership ‘ এ ক্লিক করে যথাযথ ভাবে ফরম পূরণ করুন অথবা এই লিংকে ক্লিক করুন ।
ধাপ ৩:
ফরমটি যথাযথভাবে পূরণ করে ‘PREVIEW’ বাটনে ক্লিক করে আপনার তথ্য পুনরায় যাচাই করুন। তথ্য সঠিক থাকলে ‘CONTINUE’ বাটনে ক্লিক করলে আপনার লেনদেনের সারাংশ দেখতে পাবেন।
ধাপ ৪: ‘PROCEED TO PAYMENT’ এ ক্লিক করার মাধ্যমে আপনি ‘shurjoPay’ পেমেন্ট গেটওয়ে তে প্রবেশ করবেন । সেখানে থেকে আপনি আপনার বিকাশ, রকেট অথবা যে কোনো ধরনের ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে আপনি আপনার লেনদেন সম্পন্ন করুন যা বুয়েট অ্যালামনাই অরগানাইজেশন এর ব্যাঙ্ক খাতে জমা হবে।
ধাপ ৫ :
লেনদেন সফল হলে আপনাকে একটি ইমেইল করা হবে এবং আপনার মেম্বারশিপ এপ্লিকেশনটি ভেরিভিকেশন এর আওতায় নেয়া হবে।
ধাপ ৬ :
ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনাকে একটি ইমেইল করা হবে।